Thursday, 3 March 2016

উইন্ডোস ১০ এর সিডি হতে সাবধান

win10
সম্প্রতি অনেক কম্পিউটার এর দোকানে গেলে দেখা যায় উইন্ডোস ১০ এর সিডি রিলিজ হয়েছে। কিন্তু এসব সিডি হতে সাবধান ।আরে ভাই উইন্ডোস ১০ই তো রিলিজ হয় নাই সেইখানে আবার তার সিডি।
বর্তমানে উইন্ডোস ১০ এর যেসব সিডি পাওয়া যায় ওইগুলো সব   । আসল উইন্ডোস ১০ তো ২৯ জুলাই রিলিজ হবে। বিশ্বাস না হলে  দেখে নিন এখানে। টেকনিকাল প্রিভিও ভার্সনে বিভিন্ন বাগ বা ত্রুটি থাকে।এছারাও এটা নিরাপদ নয়। 
সবচেয়ে বড় বিষয় হল আপনি যত টাকা দিয়ে সিডিটা কিনবেন ঘুরেফিরে এটা আপডেট করতে তার চেয়ে বেশি খরচ হবে।আর আপনার পিসিতে যদি নেট কানেকশন থাকে এটা অটো আপডেট হবে।
তাই সময় থাকতে এসব বাদ দিন কারন উইন্ডোস ১০ ফ্রী । আপনার যদি উইন্ডোস ১০ প্রয়োজন থাকে তবে এখনি এই লিঙ্কে  যান এবং Reserve লেখায় ক্লিক করুন, তাহলে সময় হলে অটোমেটিক আপনি পেয়ে যাবেন।  আর কোন মতানৈক্য থাকলে টিউনমেন্ট করুন।

Tricktune

Author & Editor

I am an allround web developer. I am a senior programmer with good knowledge of front-end techniques. I love structure and order and I also stand for quality. I love spending time on fixing little details and optimizing web apps. Also I like working in a team.

0 comments:

Post a Comment

Back to Top