মানুষ স্মার্টফোনের দাসে পরিণত হয়েছে। সারাদিনের কর্ম ঘণ্টার মধ্যে মানুষ গড়ে প্রতি চার মিনিটি পর পর টোকা দিয়ে দেখছে স্মার্টফোন। নতুন এক গবেষণা-সমীক্ষায় এ কথা উঠে এসেছে।
এ গবেষণা-সমীক্ষার জন্য স্মার্টফোনে বসানো হয়েছিল একটি অ্যাপ। আর কি মাত্রায় ফোনটি ব্যবহার হচ্ছে তার হিসাব রেখেছে এটি।
ডাইরেক্ট ইভেন্টস নামের সামাজিক গবেষণায় নিয়োজিত সংস্থা এ অ্যাপটি স্মার্টফোনে বসিয়েছে। প্রায় চার সপ্তাহ ধরে ৫০ জন স্বেচ্ছাসেবীর ওপর এ দিয়ে গবেষণা-সমীক্ষা চালানো হয়।
এতে দেখা গেছে, গড়ে একজন মানুষ দিনে ২৫৩ বার স্মার্টফোন দেখছেন। কোথা থেকে কোনো বার্তা এলো কিনা বা বার্তা পাঠানোর জন্য এ ভাবে ব্যবহার হচ্ছে ফোন।
দৈনিক কর্ম ঘণ্টার মধ্যে দুই ঘণ্টা নয় মিনিট এ ভাবেই শেষ হচ্ছে ফোনের পেছনে। অর্থাৎ মোট কর্ম ঘণ্টার ১০ শতাংশই এ ভাবে খরচ করতে হচ্ছে। আর স্মার্টফোন ব্যবহারের এক চতুর্থাংশ সময় ব্যয় হচ্ছে ফেইসবুক বা টুইটারের পেছনে।
স্মার্টফোনে আসক্তির কারণে আশেপাশের রক্তমাংসের মানুষজনের সঙ্গ উপভোগের পালা প্রায় চুকিয়ে দিয়েছে আজকের আধুনিক মানুষ। পাশাপাশি বসে থাকলেও কথা বার্তা হচ্ছে না দু’জনের মধ্যে। বরং তাদের নজর আটকে আছে দূরের কোনো বন্ধু, স্বল্প পরিচিত বা খ্যাতনামা ব্যক্তির তৎপরতার দিকে।
0 comments:
Post a Comment