Thursday, 3 March 2016

মাত্র এক ক্লিকে ডিলিট করুন থাকা সব মেইল

আমার কয়দিন আগে খুব দরকার পড়েছিল কিভাবে জিমেইল এর ইনবক্স থেকে এক সাথে সব মেইল ডিলিট করে দিবো। তারপর আমি এই নিয়মে সব মেইল একসাথে ডিলিট করতে পেরেছি। আমার মনে হয় আমার মতো আপনারও কাজে লাগবে এটা।।
প্রথমে জিমেইলের লগইন করুন। HTML না Loading standard view হিসাবে লগইন করুন।

চিত্রে দেখানো ১ ঐখানে ক্লিক করে All সিলেক্ট করুন তারপর চিত্রে দেখানো ২ এর মত করে ঐখানে ক্লিক করে select all xxxx Conversion in box করুন তারপর ডিলিট করে দিন। একদম পুরা মেইল বক্সে থাকা সব মেইল একেবার ডিলিট হয়ে যাবে।
আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সূস্থ্য থাকবেন।
ধন্যবাদ আপনাদের সবাইকে. . . .

Tricktune

Author & Editor

I am an allround web developer. I am a senior programmer with good knowledge of front-end techniques. I love structure and order and I also stand for quality. I love spending time on fixing little details and optimizing web apps. Also I like working in a team.

0 comments:

Post a Comment

Back to Top